খিলক্ষেত মধ্যপাড়ার এই ভবনটির তৃতীয় তলা থেকে রোহিঙ্গাদের আটক করা হয়

 

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলক্ষেত থেকে শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার ভোররাতে মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় ওই বাসার মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আটককৃতদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

খিলক্ষেত থানার ওসি মুস্তাজিরুর যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে ডিবির একটি টিম মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার মালিকের ছেলেকেও আটক করা হয়েছে। আটক সবাইকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

ডিবির এ অভিযানে খিলক্ষেত থানা পুলিশও অংশ নিয়েছিল বলে জানান ওসি।–যুগান্তর