মোস্তফা কামালঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় জোয়ারের পানির ধাক্কায় খালের বাঁধ ভেঙ্গে প্রায় ১৫০ একর পাকা ধান ক্ষেত লবণাক্ত পানিতে তলিয়ে গিয়েছে। পানিতে ভাসতেছে কাটা ধান।
এতে ওই এলাকার কৃষকরা প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
গত শনিবার (৩ মে) গভীর রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হেতাল বুনিয়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিরাজুল হক কুতুবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় ক্ষতি গ্রস্থ কৃষক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার মাহামুদুল করিম, ডাঃ ফরিদুল হক, নুরুল হক, বাবুল মিয়া ও গিয়াস উদ্দিন জানান, শনিবার ঘূর্ণিঝড় ফণীর তান্ডবের পর এদিন গভীর রাতে খালে জোয়ারের পানি বৃদ্ধি পায়। এসময় জোয়ারের পানির ধাক্কায় খালের বাঁধ বিশাল অাকারে ভেঙ্গে যায়। এতে ফসলের ক্ষেতে খালের পানি ঢুকে বিপুল পরিমাণ কৃষকের প্রায় ১৫০ একর মতো পাকা ধান লবণাক্ত পানির নিচে তলিয়ে যায়। অাবার পানিতে ভাসতেছে ঘরে তোলার জন্য জমিতে রেখে অাসা কাটা ধান। এঘটনায় ওই এলাকার কৃষকদের প্রায় ৬০ লাখ টাকার বেশি ক্ষতি সাধন হয়েছে বলে তারা জানান। এবিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ অাতিক উল্লাহ জানান, ডুলাহাজারায় খালের বাঁধ ভেঙ্গে পাকা ধান ক্ষেতে লবণাক্ত পানি ঢুকেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অামাদের এক কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। তবে এসব ক্ষতি গ্রস্থ কৃষকদের বিষয়ে সরকারি ভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এঘটনায় ভুক্তভোগী ক্ষতি গ্রস্থ কৃষকরা সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।