ইমাম খাইর, সিবিএনঃ
পর্যটন শহরে অনুষ্ঠিত হলো ‘ইসলামী স্থাপত্য শিল্পের আলোকে কক্সবাজারের উন্নয়ন’ শীর্ষক সেমিনার। সেমিনারে পর্যটন রাজধানী কক্সবাজারকে ইসলামী স্থাপত্য শিল্পের আলোকে উন্নয়নে আলেম সমাজের পক্ষে কউক চেয়ারম্যানের প্রতি ১২টি প্রস্তাবনা পেশ করা হয়।
প্রস্তাবনাসমূহের মধ্যে রয়েছে- চাহিদা মতো রাস্তাঘাট তৈরী, কউকের তত্ত্বাবধানে আবাসিক এলাকা, একটি মহিলা বিশ্ববিদ্যালয়, একটি ইকোনমিক জোন স্থাপন। প্রস্তাবনায় পটিয়া বা হাটহাজারির পরিচালনায় এবং কউকের তত্ত্বাবধানে মাদরাসার জন্য জমি বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ।
‘ইসলামী স্থাপত্য শিল্পের আলোকে কক্সবাজারের উন্নয়ন’ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের স্থাপত্য শিল্পের দৃষ্টান্তসহ তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুফতি হুমায়ুন কবির খালভী।
অপূর্ব সৌন্দর্যের পর্যটন রাজধানী কক্সবাজারকে ইসলামী স্থাপত্য শিল্পের আলোকে উন্নয়নে আলেম সমাজের পক্ষে কউক চেয়ারম্যানের প্রতি ১২টি প্রস্তাবনা পেশ করেন প্রবন্ধকার মুফতি হুমায়ুন কবির খালভী।
হেফাজতের এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস আল্লামা ওবায়দুল্লাহ হামজা।
হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ আলোচনা করেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
মতামত পেশ করেন- কক্সবাজার আদর্শ মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ডা. সাইফুদ্দিন ফরাজি, জেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা নুরুল আলম আল মামুন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আবু মুসা।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিব।
বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মুহাম্মদ আখতার উদ্দিন হেলালী,এডভোকেট রমিজ আহমদ , এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, কক্সবাজার শহীদ তিতুমীর জামে মসজিদের খতিব, তরুণ লেখক ও গবেষক হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল মঞ্জুর।
সেমিনার সঞ্চালনায় ছিলেন কক্সবাজার ওয়াপদা জামে মসজিদের খতীব এডভোকেট হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর। শুরুতে কুরআন তেলাওয়াত করেন ইসলামী ছাত্র সমাজের জেলা সভাপতি হাফেজ শওকত আলী।