ইমাম খাইর, সিবিএন:
বিরোধী দল দমন ছাড়া আওয়ামী লীগ সবক্ষেত্রে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।
তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানীতে। এই স্বৈর শাসকগোষ্ঠির কারণে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। নিজেদের উন্নতি ছাড়া দেশের উন্নতি হয়নি।
জেলা বিএনপির কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল কক্সবাজার জেলা শাখার আলোচনা সভায় লুৎফুর রহমান কাজল প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, যাদের পায়ের তলায় মাটি নেই তারা জনগণকে ভয় পায়। রাতে ভোট চুরি করে ক্ষমতায় যায়। আওয়ামী লীগের জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছেছে- তা তারা নিজেরেই বোঝতে পেরেছে। সম্প্রতি শেষ হওয়া জেলার ৮ উপজেলা পরিষদ নির্বাচনে ৬টিতে নৌকার চরম ভরাডুবি হয়েছে। আওয়ামী লীগের বিপক্ষে রায় দিয়েছে জনগণ। বাকি দুটির ফলও কিভাবে হয়েছে, তা সবার কাছে স্পষ্ট।
জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএনপি নেতা কাজল বলেন, দেশে বিচার ব্যবস্থা নেই বললে চলে। সম্পূর্ণ অন্যায়ভাবে বেগম জিয়াকে কারাবন্দি করে রেখেছে আওয়ামী লীগ। বিনা বিচারে মানুষ হত্যা বেড়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নেই। সংবাদকর্মীদের উপর বাড়ছে হুমকি। সব কিছুর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার।
বিএনপির নেতাকর্মীদের সাহস যুগিয়ে জননেতা লুৎফুর রহমান কাজল বলেন, দিন দিন বিএনপির জনপ্রিয়তা বাড়ছে। স্বৈরাচারী সরকারের পতন দেখতে দেশের সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে। আমাদের অন্ধকার কেটে যাবে। উদিত হবে নতুন সূর্য। গণতন্ত্র হত্যার জন্য একদিন ধ্বংস হবে আওয়ামী লীগ। আপন মহিমায় টিকে থাকবে বিএনপি।
আওয়ামী লীগকে গণতন্ত্র হত্যাকারী দল আখ্যা দিয়ে সাবেক এমপি কাজল বলেন, আওয়ামী লীগের হাতে দেশে দুই বার গণতন্ত্র হত্যা হয়েছে। তাদের কাছে মানুষের অধিকারের কোন মর্যাদা নেই। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। মানুষের অধিকার হরণের ইতিহাস। বিএনপির ইতিহাস গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। কাজল বলেন, যারা বিএনপিকে ধ্বংস করতে চায়, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সময়কালে শ্রমিক সমাজের মর্যাদা বাড়েনি, বরং প্রতি স্তরে লাঞ্চিত ও বঞ্চিত হচ্ছে শ্রমিকরা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সরকারের বিকল্প নেই। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে আরো বেশি সুসংগঠিত হওয়ার আহবান জানান লুৎফুর রহমান কাজল।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব উদ্দিনের সঞ্চালনায় শ্রমিক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
বক্তব্য রাখেন- জেলা যুব দলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাক এডভোকেট মো. ইউনুছ, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মুজিবুল হক চৌধুরী, জেলা ছাত্র দলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদ ফাহিমুর রহমান ফাহিম, সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার রোমন।
উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ভুট্টু, সদর উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম, কক্সবাজার শহর যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, রামু উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহেদুল ইসলাম, মহেশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল আবছার, শ্রমিক নেতা ইকবাল হোসেন, আবাসিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, পৌর শ্রমিক দলের সহসভাপতি হালিম ভান্ডারী, মহেশখালী উপজেলা শ্রমিক দলের সহসভাপতি আইয়ুব খান, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, আবাসিক হোটেল শ্রমিক দল নেতা হেলাল উদ্দিন, জেলা রেস্তুরাঁ বাবুর্চি সমিতির সভাপতি আবদুস সামাদ, টেকনাফ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আবদুর রশীদ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মু. কাউছার।