হেলাল উদ্দিন, টেকনাফ:
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে তাবলীগ জামায়াতের রান্নার গ্যাস সিলিন্ডার অগ্নিকান্ডে একটি মসজিদ ও ২টি বসত-বাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ২জন আহত হয়েছে।
জানা যায়, ১লা মে সকাল ৯টায় উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক-২-এ অবস্থিত বায়তুন নুর মসজিদে তাবলীগ জামায়াতের লোকজন গ্যাস সিলিন্ডারে রান্নার সময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডার হতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তা দ্রুত ছড়িয়ে মসজিদ ও অপর ২টি বসত-ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় সাধারণ রোহিঙ্গা ও কর্মরত বিভিন্ন সংস্থার লোকজন দ্রুত এগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুন নেভাতে গিয়েই আব্দুল মালেক ও মুহাম্মদ জুবাইর নামে ২ রোহিঙ্গা আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই অগ্নিকান্ডের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত নিরাপত্তা বাহিনী,দায়িত্বরত কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।