কামাল হোসেন, রামুঃ
কয়ক দফা সময় পরিবর্তনের পর অবশেষে  ২ মে (বৃহস্পতিবার) কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে আসছেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তার আগমনে বিদ্যালয়টি সেজেছে বর্নিল সাজে। তাঁকে বরণ করতে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।তাঁর আগমনকে কেন্দ্র করে অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।তাই তারা প্রাণের বিদ্যালয়টি অপূর্ব সাজে সজ্জিত করেছে আন্তরিকভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে।

কয়েকদিন ধরে সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বে অত্র স্কুলের ছাত্ররা দিন রাত পরিশ্রমের মাধ্যমে অতি ব্যস্ত সময় পার করছে এমপি কমলকে বরণের প্রস্তুতি সম্পন্ন করতে। রাস্তার দুপাশে রংবেরংয়ের পতাকা , তোরন, মনিরঝিল কাউয়ারখোপ সংযোগে প্রতিকী সেতু নির্মান, খেলার মাঠে বিশাল আকৃতির বাংলাদেশের মানচিত্র তৈরি, দেয়াল আল্পনা,মনোমুগ্ধকর অতিথি মঞ্চ,স্কাউট দলের সালাম প্রদর্শনের জন্য সুসজ্জিত সালামি মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা। কখন আসবে মহান অতিথি। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মুহাম্মদ আলী হায়দার জানান,আগামী কাল হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনি অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কক্সবাজার -৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।ইতিমধ্যে আমরা তাঁকে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এমপি সাহেবকে কেন্দ্র করে আমরা দিনব্যাপী নানান কর্মসুচি গ্রহন করেছি।অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওসমান সরওয়ার মামুন বলেন,এমপি সাহেব আমাদের স্কুেল আসছেন এটা আমাদের অনেক বড় সুভাগ্য।এই সুযোগে আমরা স্কুলের কিছু দাবি উত্তাপন করতে পারবো।স্কুলের জন্য একটি মসজিদ,খেলার মাঠ ভরাট,সৌর বিদ্যুতের পেনেল স্থাপন সহ বেশ কিছু দাবি তুলে ধরা হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম,সহকারী কমিশনার ভুমি চাই থোয়াইহলা।উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হানিফ মিয়া মাষ্টার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রামু থানার আফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনছুর,রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফ উল্লাহ,কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন,কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামশুল আলম,কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ,অত্র স্কুলের দাতা সদস্য শহিদুল্লাহ সিকদার,হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রদান শিক্ষক কিশোর বড়ুয়া,কবি ও প্রাবন্ধিক সুলতান আহামদ মনিরী,কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওসমান সরওয়ার মামুন।অনুষ্ঠান সফল করতে সকল ছাত্র ছাত্রী, আভিভাবক,কমিটির সদস্যগন ও এলাকার মান্যগন্য ব্যাক্তবর্গকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরুধ জানিয়েছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মুহাম্মদ আলী হায়দার।