মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পুরো মার্চ মাস জুড়ে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচনী প্রচারণা, ভোট গ্রহন সহ আরো অনেক নির্বাচনী কর্মকান্ড থাকলেও কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এজন্য মহান আল্লাতায়লার কাছে শোকরিয়া, জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ ও নিজে সন্তোষ প্রকাশ করেন। জেলা পুলিশের মাসিক কল্যাণসভা, অপরাধদমন সভা, বিদায় ও বরণ সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন-বিপিএম সভাপতির বক্তব্যে এই সন্তোষ প্রকাশ করেন।
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও বিদায় বরণ সভা পুলিশ লাইনে এবং মাসিক অপরাধ দমন সভা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার ২৪ এপ্রিল কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, বিপিএম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় সহকারী পুলিশ সুপার (সদর) জনাব মুঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল হক, সহকারী পুলিশ সুপার মহেশখালী (সার্কেল) রতন কুমার দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক সহ জেলার অন্যান্য সকল পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত কল্যাণ সভায় মার্চ মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী সহ মোট ৩২(বত্রিশ) জনকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। পরে একইদিন বেলা ১২ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে কক্সবাজার জেলার এপ্রিল মাসের মাসিক অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ইকবাল হোসাইন এর সঞ্চালনায়, সহকারী পুলিশ সুপার (সদর) মুঃ সাইফুল ইসলামের বিদায় উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন-বিপিএম। এ সময় কক্সবাজার জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া একই অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজোয়ান আহমেদ’কে ফুল দিয়ে এসপি এ.বি.এম মাসুদ হোসেন-বিপিএম বরণ করে নেন।