সংবাদ বিজ্ঞপ্তিঃ
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপলক্ষ্যে  কক্সবাজার হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ১৭৩১) শহর শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল)  ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে শাখার সভাপতি এম ইউ বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্রগ্রাম বিভাগিয় সদস্য আমিনুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, ১লা মে মহান শ্রমিক দিবস প্রতি বছর  যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সেই দিনটি হল শ্রমিক জনতার সংগ্রামের প্রতীকী দিন। পহেলা মে আমাদের বিজয় উৎসবের দিন। শ্রমিকের ঢেলে দেয়া বুকের রক্তে লাল হয়ে ওঠা ঝাণ্ডা পরিণত হয় শ্রমিকের রক্ত পতাকায়। সব দেশের শ্রমিক ও মেহনতি মানুষের রণধ্বনি হয়ে ওঠে- দুনিয়ার মজদুর এক হও।
আর সেই দিন যেন কক্সবাজারে হোটেল রেস্তোরাঁ দোকানপাট বন্ধ রেখে শ্রমিক দিবসের মর্যাদা রক্ষা করা হয়। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের গায়ের ঘামের লুটেরা শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রমজীবি হোটেল শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
মতবিনিময় ও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের জেল সহসভাপতি তাজুল ইসলাম রাজু, হোটেল শ্রমিকের উপদেষ্টা এড. আমিনুল হক, জেলার অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, শহর শাখার সাংগঠনিক সম্পদক আব্দুল গফুর, দিদারুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গির, তৈয়ব প্রমুখ।