কামাল শিশির,রামু :

কক্সবাজার রামুর ঈদগড় হাসনাকাটা ১৫ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুদ্দিন এর বিদায় অনুষ্ঠান ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিদারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এক আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাছান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি সদস্য শাহাব উদ্দিন মাতবর, করলিয়ামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন, হাসনাকাটা আল আমিন একাডেমির পরিচালক মাওলানা নুরুল আলম, মাষ্টার মিজানুর রহমান প্রমুখ। উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে ফুল এবং বিদায়ী প্রধান শিক্ষকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,অভিভাবকগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,বিদায়ী প্রধান শিক্ষক এলাকায় শিক্ষার প্রসার ও মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জীবনের শেষ সময়েও তিনি শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবেন। পাশাপাশি বিভিন্ন সামাজীক কর্মকান্ডে তাহার ব্যাপক অবদান রয়েছে। বর্তমান সরকারের শিক্ষানীতি বাস্তবায়নে তিনি যথেস্ট দায়িত্ব পালন করেছেন। এলাকার সর্বস্তরে তাহার সুনাম রয়েছে। বিদায়লগ্নে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সবাই তাহার দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া তিনিও সবার মঙ্গল কামনাসহ সহযোগিতা কামনা করেন এবং বিদ্যালয়ের প্রতি তাহার সুনজর থাকবে বলে জানান।