মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও মোঃ আমিন আল পারভেজ (১৬৩৭২) কে পদোন্নতি দিয়ে কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে, কক্সবাজার জেলার রামু উপজেলার ইউএনও মোঃ লুৎফুর রহমান (১৬৩৩৫) কে পদোন্নতি দিয়ে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে বদলী করা হয়েছে। তাঁরা দু’জনই বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের সদস্য। জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ০০৪.১৯.১২৮ নম্বর স্মারকে উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ-বদলীর আদেশ জারী করা হয়। রামু ইউএনও’র শূন্য পদে গত ৪ এপ্রিল ইউএনও হিসাবে পদোন্নতি পেয়ে বদলী হওয়া টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা (১৭২৩৮) কে নিয়োগ দেয়া হচ্ছে বলে বিশ্বস্ত একটি সুত্র জানিয়েছে। একই প্রজ্ঞাপনে পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেগম সালমা ফেরদৌস (১৭১৯৯) কে ইউএনও হিসাবে পদোন্নতি দেয়য়া হয়েছে। তিনিও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দিয়ে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম বিভাগের যেকোন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ দেয়া হবে।
এদিকে, কক্সবাজার জেলা প্রশাসনের আরো ৫ জন কর্মকর্তা বদলী হয়েছেন। বদলীকৃত কর্মকর্তারা সকলেই বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। বদলীকৃত কর্মকর্তারা হচ্ছেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি চট্টগ্রাম ওয়াসার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কক্সবাজার থেকে বদলী হয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সাঈদ ইকবাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করবেন। সেখান থেকে তাঁকে ইউএনও হিসাবে চট্টগ্রাম বিভাগের যেকোন উপজেলায় নিয়োগ দেয়া হবে। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার মোহাম্মদ সেলিম শেখ, সাধারণ শাখার সহকারী কমিশনার ফারজানা প্রিয়াঙ্কা ও সহকারী কমিশনার জুয়েল আহমেদ সহকারী কমিশনার (ভূমি) অর্থাৎ এসি(ল্যান্ড) হিসাবে পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যে মোহাম্মদ সেলিম শেখ ও ফরজানা প্রিয়াঙ্কা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ও জুয়েল আহমেদ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করে সেখান থেকে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে বিভিন্ন উপজেলায় নিয়োগ দেয়া হবে।