সংবাদ বিজ্ঞপ্তি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়।

২১ ফেব্রুয়ারি বাদে ফজর খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা কার্যালয় প্রাঙ্গনে খতমে কোরআনে জেলার ২০ জন হাফেজ ও ৪০ জন ইমাম উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে মুনাজাতে মহান আল্লাহর দরবারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানের ২য় পর্বে সকাল ৯ টায় উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব কাজি সিরাজুল ইসলাম সিদ্দিকী।

স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর।

আলোচনা করেন ফিল্ড অফিসার ফজল করিম, মাস্টার ট্রেইনার আমান উল্লাহ, সদর ফিল্ড সুপারভাইজার আবুল ফয়েজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সহকারি আবুল কালাম।