মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

এনজিও একটেড’র কর্মকর্তা সাঈদ মোঃ রিদুয়ান হোছাইন বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে তাঁর কর্মস্থল কুতুপালং শরনার্থী ক্যাম্প (এক্সটেনশন-৪) থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর তার মোবাইল ফোনটি তার গাড়িতে পাওয়া যায়। উখিয়া উপজেলার রূপপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সোহরাব হোসাইনের সন্তান সাঈদ মোঃ রিদুয়ান হোছাইনকে অপহৃত হওয়ার খবর উখিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ হন্য হয়ে তাকে উদ্ধারের প্রানান্ত চেষ্টা চালাতে থাকে। পুলিশের সাঁড়াশি অভিযানে অপহরণকারীরা ভয় পেয়ে শুক্রবার ১৫ ফেব্রুয়ারি এনজিও “একটেড” এর অপহৃত কর্মকর্তা সাঈদ মোঃ রিদুয়ান হোছাইনকে
মুখে কাপড়, পিছনে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় অপহরনকারীরা রাস্তায় ফেলে চলে যায়। সেখানে পড়ে থাকা অবস্থায় ভোর সাড়ে ৪ টার দিকে স্থানীয় লোকজন সাঈদ মোঃ রিদুয়ান হোছাইনকে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত রিদুয়ানকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসার পর সাইদ মোঃ রিদুয়ান হোছাইনের শারীরিক অবস্থা আশংকামুক্ত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ রিদুয়ানকে ছাড়পত্র দেন। হাসপাতালে থাকাবস্থায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়ে উদ্ধারকৃত সাঈদ মোঃ রিদুয়ান হোছাইনকে জিজ্ঞাসাবাদ করে অপহরনের তথ্য উদঘাটনের চেষ্টা করেন। পুলিশের জোর তৎপরতায় সাঈদ মোঃ রিদুয়ান হোছাইন অপহৃত অবস্থা থেকে মুক্ত হওয়ায় রিদুয়ানের পরিবার পুলিশের নিকট
কৃতজ্ঞতা জানিয়েছেন।