মোঃ নেজাম উদ্দিন

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন চলছে। ১২ ফ্রেরুয়ারী (মঙ্গলবার) বেলা দুইটা থেকে আনুষ্ঠানিক ক্বেরাত সম্মেলন শুরু হয়েছে।
এতে দেশী ও আন্তর্জাতিক পর্যায়ের দুই ডজনের অধিক ক্বারী তেলাওয়াত করবেন। ইতোমধ্যে বিদেশি ক্বারীগণ কক্সবাজার এসে পৌঁছেছেন।
পবিত্র কুরআনের তেলাওয়াত শুনতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ কোরআন প্রেমিক মুসলমানদের  ঢল নেমেছে।
বাদে আছর থেকে ক্বারীদের সুললিত কন্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াতে মুখরিত হয়ে উঠে পর্যটন নগরীর পথ প্রান্তর।
সম্মেলনের নির্ধারিত স্থান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পেরিয়ে আশপাশের সড়কে প্রচুর কুরআন প্রেমিক জনগণ সমাগম হয়েছে। নারী শ্রোতাদের জন্য বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তিলাওয়াত শ্রবণের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে কক্সবাজার তানজিমুল উম্মাহ এর ক্ষুদে হাফেজ শিশু জুনায়েদ সুন্দর তিলাওয়াতের মধ্য দিয়ে আগত কোরান প্রেমিকদের মুগ্ধ করেছে।

সম্মেলনে তেলাওয়াতে অংশ গ্রহণ করছেন মিশর, ইরান, দক্ষিন আফ্রিকা, ফিলিপাইন, দেশী বিদেশী প্রখ্যাত ক্বারীবৃন্দ।

আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) এর উদ্যোগে ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠান সার্বিক তত্তাবধানে আছেন ইকরা কক্সবাজার আহবায়ক তোফাইল আহমদ চৌধুরী। সম্মেলনের আয়োজন করেছে কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস, কক্সবাজার হজ্ব কাফেলা।
আন্তর্জাতিক পর্যায়ের কারীদের মধ্যে বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশের ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, তুরস্কের শীর্ষস্থানীয় ক্বারী ইয়াশার চৌহাদার, ইরানের অন্যতম ক্বারী হামীদ শাকের নেজাদ, মিসরের প্রসিদ্ধ ক্বারী শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ, দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ক্বারী শাইখ আবদুর রহমান সা’দিয়ান, ফিলিপাইনের সনামধন্য ক্বারী নো’মান পিমবায়াবায়াসহ দেশ বিদেশের খ্যাতনামা ক্বারীবৃন্দ পবিত্র কুরআন তিলাওয়াত করবেন।