কক্সবাজার জেলার রামু উপজেলার বৃহত্তর মনিরঝিলের সোনাইছড়ি গ্রাম। একটি সেতুর অভাব দীর্ঘদিনের। সোনাইছড়ি খালের একপাড়ে জনবসতি, খালের অপর পাড়ে কবরস্থান। গ্রামে কোন মানুষ মারা গেলে মৃতদেহ কবরস্থানে দাফনের জন্য কিভাবে ঐ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়-সেটা এই ছবিই প্রমান করে। যে ছবি দেখলে হয়ত চোখের পানি হয়ত সংবরণ করা যাবেনা। শুধু লাশ দাফন নয়, স্থানীয় লোকজনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা পিআইও অফিস সহ যারা পল্লী এলাকায় গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করে থাকেন নিঃসন্দেহে এখানে তাদের দায়িত্ববোধ রয়েছে। আশাকরছি, তাদের দ্রুত উপলদ্ধি হবে, এই প্রত্যাশায় থাকল।

-মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী