নিজস্ব প্রতিবেদক:

মহেশখালী মাতারবাড়ি তাপ বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব মো: নজিবুর রহমান। শনিবার দুপুরে মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে মূখ্যসচিব প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় সচিব বলেন, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হলে দেশে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে। মাতারবাড়ির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে ভ‚মিকা রাখার পাশাপাশি মহেশখালীতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহজ হবে।

এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো: খলিলুর রহমান, মুখ্য সচিবের একান্ত সচিব মুহম্মদ নেছার উদ্দিন জুয়েল, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ড. মো: শহিদউল্লাহ, কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল আফসার, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামিরুল ইসলাম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো: আব্দুল মোমিন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা এবং বিধান কান্তি হালদার, অন্যান্য দপ্তরের পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প কক্সবাজারের সদর উপজেলার খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন সচিব।