প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের উপকূলীয় উপজেলা মহেশখালীর প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া নিলয় রফিক। কবি হিসেবে তাঁর পথচলা মোটামুটি একটা সময় হয়ে গেছে। অতিক্রান্ত এই সময়ে কবিতার ঘরের এক শক্তিমান বাসিন্দা হয়ে গেছেন তিনি। এপার ও ওপার বাংলার কবিতার রাজ্যে নিজের একটা জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। দু’বাংলার জনপ্রিয় ও শক্তিমান পত্রিকা এবং সাহিত্য কাগজে অবিশ্রান্ত হাতে লিখেই যাচ্ছেন নিয়ল রফিক। লিখেই তিনি ইতিমধ্যে ঘরে তুলেছেন যশ! প্রতি বছরের বইমেলায় তাঁর বই প্রকাশ হয়ে আসছে। এবারের একুশে বইমেলায় বের হলো ‘অজ্ঞাত আগুন’।

সৌন্দর্য্য আর মাহত্যপূর্ণ অনেকগুলো কবিতায় রাঙিয়ে উঠেছে বইটি। শুদ্ধ প্রকাশ বইটি প্রকাশ করেছে। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী চারু পিন্টু। ইতিমধ্যে বইটি মেলায় নজর কেড়েছে। বিক্রিও হচ্ছে আশানুরূপ।

তারুণ্যে ভরপুর উদীয়মান কবি নিলয় রফিকের ‘অজ্ঞাত আগুন’ বইটির সমালোচনায় নামও করেছেন অগ্রজরা। তাঁর জন্য শুভ কামনাও জানিয়েছেন। এভাবে হাত পাকিয়ে কবিতার উচ্চমার্গে অবস্থান করবেন নিলয় রফিক- এই কামনা সবার।