মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

নারী নির্যাতন, মাদক ব্যবসা, দুর্নীতি বন্ধে, ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে ও রক্ত প্রদানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম থেকে দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ পাঁয়ে হেঁটে কক্সবাজার পৌঁছেছেন ঢাকা কলেজের রোভারের ৪ জন পরিভ্রমণকারী স্কাউট। ভাল কাজে গনসচেতনতা সৃষ্টির জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেয়া রোভার স্কাউটগণ বুধবার ৩০ জানুয়ারি কক্সবাজার পৌঁছে কক্সবাজারের রোভার স্কাউট ও ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের অধ্যাপক মোহাম্মদ আবদুল হামিদের নেতৃত্বে কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সভাপতি মোঃ কামাল হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন। রোভার স্কাউট সদস্যগন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকেও সচেতনামূলক ‘মাদক পরিহার করুন’ সম্বলিত বেল্ট পরিয়ে দিয়ে গ্রুপ ছবি উঠিয়ে প্রচার করেন। এসময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন স্কাউটদের এধরনের প্রশংসনীয় প্রয়াসকে স্বাগত জানান এবং তাদের গঠনমূলক ও ইতিবাচক কার্যক্রমকে সহযোগিতার আশ্বাস দেন ও সফলতা কামনা করেন।