হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ৩০জানুয়ারী সকাল ১১টায় স্কুল হল রুমে কোরআন তেলোয়াতের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব মোরশেদ। প্রাক্তণ ছাত্র হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য ডা: সাইফ উদ্দিন খালেদ, জাফর আলম সাদেক, জামাল হোছাইন প্রমূখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক সিদ্দিক আহমদ, বক্তব্য রাখেন, স্কুল শিক্ষক মৌলভী আবুল হোছাইন ফেরদৌসী, কামাল আহমদ, কায়সার হেলাল, নুশরাত ফাতেমা, আব্দুর রশিদ। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সৃষ্টি শর্মা ও সাইফুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, স্কুলের সিনিয়র শিক্ষিকা নিলুফার ইয়াছমিন মুক্তা, শিক্ষক মনোয়ার হোসেন, শাহ আজিজ, নুরুল হোছাইন ভুট্টো, মাঈন উদ্দিন মিল্কী, দেলোয়ার হোছাইন মনজুর, নাছির কামাল,প্রবাল শর্মা, মোহাম্মদ নুর, আব্দু শুক্কুর ও সাহিদুর রহমান খাঁন প্রমূখ। এতে পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করেন স্কুল শিক্ষক আনিছুল হক সিকদার। সভায় বক্তারা বলেন, পরিক্ষার্থীদের একজন আর্দশ শিক্ষার্থী মত পরিক্ষার সকল নিয়ম কানুন যথাযথ অনুসরণ করতে হবে। জি.পি.এ-৫ অর্জনের লক্ষ্য নয় প্রকৃত জ্ঞান অর্জন করে একজন মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করতে প্রস্তুত হতে হবে। উল্লেখ্য, ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষা উপজেলার শীর্ষে হয়ে ৬টি জি.পি.এ-৫সহ শীর্ষস্থান অর্জন করে। এবছরও ২শ’৩০ জন পরিক্ষার্থী এস.এস.সি পরিক্ষায় অংশ নিচ্ছে এবং গত বছরের মত ভাল ফলাফল আশা স্কুল পরিচালনা পর্ষদ।