এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
আর নয় তরকারী বাজারে, ঈদগাঁওতে কাঁচা তরিকরকারীর ভ্রাম্যমান ফেরী বাজার এবার গ্রামীন জনপদে।
২২ জানুয়ারী এমন দৃশ্য চোখে পড়ে কক্সবাজার প্রতিদিনের এ প্রতিবেদকের।
ফেরী ব্যবসার সাথে জড়িত সাতকানিয়ার সিরাজ জানিয়েছেন,তিনি দীর্ঘ দুই বছর ধরে চট্রগ্রামের ভাটিয়ালীসহ বিভিন্ন পয়েন্টে কাঁচা তরকারীর পসরা সাজিয়ে ভ্রাম্যমান ফেরী ব্যবসা করেছিল। তার ধারাবাহিকতার জের ধরে এবার শহর ছেয়ে গ্রামাঞ্চল সদরের বৃহত্তর ঈদগাঁওতে ভ্যান গাড়ীর সাহায্যে নতুন আঙ্গিকে ফেরী ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তিনি ঈদগাঁওসহ বৃহত্তর এলাকার পাড়া মহল্লার অলিগলি জুড়েই এ ভ্রাম্যমান ব্যবসা করে যাচ্ছে সফলতার সাথে। তিনি সুফলও পাচ্ছেন। কারন মহিলারা কোন প্রকার ঝামেলা ও ভোগান্তি ছাড়া হাতের নাগালে সিরাজের ফেরী ব্যবসায় হরেক রকম দৈনিক খাদ্য সামগ্রী পাচ্ছে অনায়াসে। তৎমধ্যে
আলু,পেয়াঁজ,রসুন,আদা,কাঁচামরিচ,ধনেপাতা, টমেটো,শুকনা মাছসহ আরো কত কিছুই। শহরের মত এগুলো সকাল বেলা বাড়ীর সামনে পেয়ে মহাখুশিতে উৎফুল্ল পরিবারের গৃহবধুসহ অপরাপর নারীরা। তিনি আরো জানান,দৈনিক ৪/৫ হাজার টাকা বেচাবিক্রি হয়,তাতে কমপক্ষে এক হাজার টাকা লাভ থাকবে। এ ব্যবসা করে তিনি আনন্দ পায়। তার ভ্যান গাড়ীটি দুই তাক দিয়ে বানানো হয়। সবখানেই কাঁচামালে ভরপুর। দেখতে বেশ চমৎকার বটে। মাইকে ক্যাম্পিং করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় সিরাজ।