প্রেস বিজ্ঞপ্তি:
হোপ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হোপ হসপিটালে আগুনে পোড়া রোগীদের সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে সপ্তাহ ব্যাপী এই সার্জারি ক্যাম্প। এই ক্যাম্পে আগুনে পোড়া রোগীদের শরীরের বাহ্যিক অংশ ও বাঁকা হয়ে যাওয়া হাড় সার্জারি করা হবে। এই সার্জারির মাধ্যমে রোগীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। সম্পূর্ণ বিনা ফিতে এই সার্জারি করা হবে। দেশি-বিদেশি ডাক্তারদের দ্বারা এই বিশেষজ্ঞ চিকিৎসকদেরর দ্বারা এই সার্জারি করা হবে। এই সেবা গ্রহণকারীগণকে অতিসত্তর নিম্নলিখিত ঠিকানায় রেজিট্রেশন করার জন্য অনুরোধ করেছেন হোপ হসপিটাল কর্তৃপক্ষ। যোগাযোগঃ হোপ হসপিটাল, চেইন্দা, দঃ মিঠাছড়ি, রামু। কক্সবাজার। মোবাইলঃ ০১৮১৮ ৯২৮৪৯৩ (২৪ ঘন্টা)

উল্লেখ্য, হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ বিগত বিশ বছর ধরে রামুর চেইন্দাস্থ হোপ হাসপাতালে মাতৃ ও শিশু স্বস্থ্য সেবা দিয়ে আসছে। এছাড়া কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বার্থ সেন্টার, মেডিকেল সেন্টার, সরকারী এফডব্লিওসি ও সরকারী পিএইচসি, হোপ ফিল্ড হসপিটাল ফর ওমেন-উখিয়া এবং জেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে নরমাল ডেলিভারি, সি-সেকশন, ফ্রি প্রসবজনিত ফিস্টুলা সার্জারী, ফ্রি ঠোটকাঁটা ও তালুফাটা সার্জারী, ফ্রি বার্ণ (আগুনে পোড়া) সার্জারী এবং সাধারণ চিকিৎসা প্রদানের মাধ্যমে হোপ ফাউন্ডেশন তথা হোপ হসপিটাল কক্সবাজারে চিকিৎসা দিয়ে মানবসেবায় এক মাইলফলক সৃষ্টি করেছেন।