মোস্তফা কামাল, ডুলাহাজারা:
শীত বাড়ার সাথে সাথে এবারও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অতিথি পাখির আগমন ঘটেছে। হাজার হাাজার অতিথি পাখির কলরবে মুখরিত হয়ে উঠেছে সাফারি পার্ক। বিভিন্ন প্রজাতির অতিথি পাখিদের কিচিরমিচির মধুর ডাকে প্রাণ জুড়িয়ে যাচ্ছে পার্কে আসা পর্যটক দর্শনার্থীদের। পার্কের দীর্ঘ লেকজুড়ে অতিথি পাখির বিচরণ। আর এসব পাখিদের দেখতে ও ছবি তুলতে লেকের পাড়ে ভীড় জমাচ্ছে দর্শনার্থীরা।

শীত বাড়ার সাথে সাথে বিগত বছরের মতো এবারও অতিথি পাখির আগমন ঘটেছে সাফারি পার্ক লেকে। এসব পাখিদের কিচিরমিচির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। মুগ্ধ হচ্ছে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা।

পার্কের কর্মচারীরা জানান, প্রতিবছর যখন শীত বেশি পড়ে তখন পার্কে অতিথি পাখির আগমন ঘটে। অতিথি পাখিরা এখানে পার্কের লেকে বিশ্রাম নিয়ে শীত পর্যন্ত অবস্থান করে।

সাফারি পার্কের বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানান,  প্রতিবছর শীতের সময় পার্কের লেকগুলোতে অতিথি পাখির আগমন ঘটে। বিভিন্ন দেশ থেকে আগত এসব হাঁস জাতির পাখিদের মধ্যে রয়েছে, সরালি, পচর্ড, ফ্লইফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, পান্তামুখী, পাতারি, মুরগ্যাধি, কোম্মডাক, পাতারি হাঁস, জলকুক্কুট, খয়রা, মানিকজোড়, কলাই, ছোট নগ, জলপিপি, নাকতা, খঞ্জনা, চিতাটুপি, বামুনিয়া হাঁস, লাল গুড়গুটি, নর্দানপিনটেল, কাস্তেচাড়া ও কামপাখি রয়েছে। এছাড়াও প্রভৃতি পাখিও মাঝে মধ্যে দেখামিলে বলে তিনি জানান।

পার্কে আসা কয়েকজন দর্শনার্থী জানান, পার্কের প্রাণিদের মধ্যে লেকের অতিথি পাখিদের কিচিরমিচির শব্দটাই আমাদের কাছে বেশি ভাল লেগেছে। অপর দিকে পার্কের ভেতর চলাচলের রাস্তা গুলোতে দেখাযায় বন্য বানরের বিচরণ। তবে এসব বানর মানুষের কোন ক্ষতি করেনা। পর্যটকরা আনন্দ পেতে বন্য বানর গুলো পার্কের জন্য বাড়তিক আকর্ষণ। এসব পশুদের যাতে কেউ বিরক্ত না করে এজন্য পার্কের স্টাফ সহ কর্মরত ট্যুারিস্ট পুলিশ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।