সংবাদ বিজ্ঞপ্তি:
৪৮ তম জাতীয় শীতকালিন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে আবারো চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার মডেল হাইস্কুল। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শনিবার বিকালের ফাইনাল ম্যাচে চকরিয়া উপজেলা চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রিয় উচ্চ বিদ্যালয়কে ৯ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে সাগর পাড়ের ছেলেরা। অধিনায়ক ফাহিম টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
কক্সবাজার মডেল হাইস্কুলের ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিং ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রানের বিশাল স্কোর গড়ে তুলে।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন মারকুটে ব্যাটসম্যান সাইফুল এবং ৩৬ রান করেন তৌহিদ। ১১০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কক্সবাজার মডেল হাইস্কুলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপে কেন্দ্রিয় উচ্চ বিদ্যালয়ের প্রথম সারির ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি। লোয়ার অর্ডারে মুর্শেদ ও মিনহাজ যা একটু প্রতিরোধ গড়ে দলকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করে। শেষ পর্যন্ত ১০০ রানে থেমে যায় চকরিয়ার কেন্দ্রিয় উচ্চ বিদ্যালয়ের ইনিংস।
কক্সবাজার মডেল হাইস্কুল ২০১৫ সালের পর পুনরায় জেলা ক্রিকেটে দাপটের সাথে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দা ফাইনাল নিবার্চিত হন মডেল হাইস্কুলের অর্ধশতক হাঁকানো সাইফুল। ম্যাচ পরিচালনা করেন জেলা শিক্ষা অফিসের দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার ফরিদুল ইসলাম ও আবদুল হান্নান। কক্সবাজার মডেল হাইস্কুলের কোচের দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক মোঃ এরশাদ, সহকারি কোচের দায়িত্বে ছিলেন শিক্ষক বেদারুল আলম।
ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও বিভিন্ন ইভেন্টের পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা রায়হান উদ্দিন, কক্সবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলী, সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।