ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান চট্টগ্রামের পরিচালন ও সংরক্ষণ সার্কেল (পশ্চিম) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) পদোন্নতি পেয়েছেন।
৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তর উপ-পরিচালক-১ মেহেরুন নেছা খানম স্বাক্ষরিত পত্রের সূত্রে এ খবর জানা গেছে।
ওই অফিস আদেশে আমি ১৩ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল হতে অব্যাহতি গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।
মোঃ মোস্তাফিজুর রহমান কক্সবাজারে নির্বাহী প্রকৌশলী হিসেবে ২০১৩ সালের নভেম্বরে যোগদান করেন।
তিনি যোগদানের পর থেকে কক্সবাজারের বিদ্যুৎ বিভাগের অনেক উন্নয়ন করেন। ইতিবাচক পরিবর্তন আনেন অফিসের ভেতরে ও বাইরে।
দীর্ঘ সময়ের খেলাপি বিল আদায়, অবৈধ বিদ্যুৎ সংযোগসহ নানা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন।
সরকারের গুরুত্বপূর্ণ এই দফতরের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে গেছেন। যে কোন অভিযোগের বিষয়ে সরাসরি গ্রাহকদের সাথে কথা বলে নিজেই সমাধান দেয়ার চেষ্টা করেছেন।
প্রকৌশলী মুস্তাফিজ আপোষ করেননি কোন ধরনের অপরাধের সাথে। বুদ্ধি, বিচক্ষণতা ও সাহসের সাথে মোকাবেলা করেছেন সব ধরণের পরিস্থিতি। এ কারণে নিজ দপ্তরের ভেতরে বাইরে প্রায় সব লোকের কাছে প্রশংসিত ছিলেন তিনি।
এদিকে, নিজের পদোন্নতি সংক্রান্ত অফিস আদেশটি হাতে পাওয়ার পর নিজের ফেসবুক ওয়ালে মোঃ মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পেলাম। কক্সবাজারের সম্মানিত গ্রাহকগন আমার জন্য দোয়া করবেন।
দাপ্তরিক কাজের স্বার্থে ‘আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করবেন।’