আব্দুর রশিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদরাসায় আনুষ্ঠানিকভাবে শ্রেনী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ জানুয়ারী) সকাল ১০টায় মাদরাসা মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে নতুন বৎসরের শুরুতে ক্লাসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ মোঃ বেলাল উদ্দিন।

তিনি বলেন, বর্তমানে ইসলামী শিক্ষায় ব্যাপক ভূমিকা রাখছে নুরানী ভিত্তিক মাদ্রাসা গুলো। বাইশারীর এ প্রত্যন্ত অঞ্চলে এ মাদরাসাটি কঁচিকাঁচা শিক্ষার্থীদের মাঝে ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই মাদরাসাটিও বিশেষ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এসময় তিনি আরো বলেন, ইসলাম শিক্ষার পাশাপাশি উক্ত মাদরাসায় বাংলা, অংক, ইংরেজিসহ নানা বিষয়ের উপর পাঠদানের কথা শুনে কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল হামিদ, বাইশারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) সাবেকুন্নাহার, ইউ,পি সদস্য আব্দুর রহিম, মধ্যম বাইশারী আব্দুর রহমান ইবনে আউফ (রা:), হেফজখানা ও রহমানিয়া এতিমখানার পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম, শাহনুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, শিক্ষানুরাগী মোঃ ইলিয়াছ সওদাগর, প্রবীন মুরব্বী মোঃ পেঠান আলী, মডেল নুরানী, মাদরাসা সুপার মাওলানা এরফান আজিজী, সহকারী শিক্ষিকা শাহিনুর আক্তার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ছব্বির আহমদ, উপদেষ্টা সদস্য আমীরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মোঃ ছৈয়দ, সমাজ সেবক জালাল আহমদ, ব্যবসায়ী আবুদল মাবুদ, অভিভাবক সদস্য খোরশেদ আলম, নুরুল হক, নুরুল হাকিম, আবদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে মাওলানা মনজুরুল ইসলাম দেশও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়।