★ সাইমূম সরওয়ার কমল ★

প্রকাশ: ৯ জানুয়ারী, ২০১৯ ০৬:৪১ , আপডেট: ১৫ জানুয়ারী, ২০১৯ ০৭:২৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


 

↔↔↔↔↔↔↔↔↔↔
শুভ্র সরোজ সরোবরে ফুটন্ত “কমল” তুমি,
তোমার সৌরভে সুরভিত গোটা রম্যভূমি।
চঞ্চল তবে কৌশুলী তুমি ভাবনায় দূরদর্শী,
ভাষণ তোমার চলে অবিরাম বক্তা অনলবর্ষী।
উদারচিত্ত, মমত্ববোধ কিংবা সর্বোপরি,
বংশে তুমি যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী।

জনম জনম থাকবে বেঁচে যে মানুষের কৃতি,
তেমন মানুষ ছিলেন তিনি যায়না ভোলা স্মৃতি।
যার কথাতে পায়নি কেউ দুঃখ-কষ্ট-ব্যথা,
হিংসা ভুলে ছিলেন একা সব মানুষের নেতা।
জান্নাতে হউক তার বসতি “ওগো পরওয়ার”,
মানবতার সাধক তিনি “ওসমান সরওয়ার”।

বারে-বারে ঘুরে-ফিরে বন্যা যখন আসে,
রম্য ভূমির বানবাসী’রা বানের জলে ভাসে।
“কমল” তুমি জলে ভেসে পদ্ম ফুলের মত,
বানবাসীদের প্রাণ বাঁচাতে ছুট্’ছ অবিরত।
শত কাজে ব্যস্ত তবুও নিত্য তুমি রোজ,
অভুক্ত কে কোথায় আছে নিচ্ছ তাদের খোঁজ।

ধর্ম-বর্ণ, জাত-উপজাত আরও যত আছে,
নিত্য তুমি প্রেম বিলিয়ে টানতে জান কাছে।
রাগ-বিরাগে যাচ্ছে যারা ক্রমান্বয়ে সরে,
তাদের তুমি আনতে পার আদর দিয়ে ঘরে।
ভাষা তোমার এতই মধুর হৃদয় ওঠে নড়ে,
শত্রু যত হয় কুপোকাত তোমার প্রেমে পড়ে।

শত্রু প্রয়াণে কান্না তোমার বাজে অন্তরে মম,
হৃদয় তোমার সাত সমুদ্দুর, মহাশুন্য সম।
তোমার নামে লিখতে গেলে কাব্য যাবে লিখা,
তুমিই হলে রম্য ভূমির দীপ্ত প্রদীপ শিখা।
জরা-জীর্ণ এই ভূমিকে সাজালে পরিপাটি,
জন্মে তোমার ধন্য হল রম্য ভূমির মাটি।
↔↔↔↔↔↔↔↔↔↔
লেখকঃ সাইয়্যিদ মোহাম্মদ আবুল আলা  (রম্যভূমির কবি)