মুুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সিটি কলেজের প্রভাষক পুত্র নুরুল আবছারের ইমামতিতে মাতা মহিয়সী নারী ছফুরা খাতুনের নামাজে জানাজা হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ছাড়াও প্রচুর মুসল্লি অংশ নেন।জানাজার পূর্বে জাতীয় পার্টির কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জমিদার রুহুল আমিন সিকদার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কারাবন্দী ছাত্রদল নেতা মরহুমার ভ্রাতুষ্পুত্র মহিউদ্দিন সিকদার প্যারোলে মুক্তি পেয়ে চাচীর জানাজায় অংশ নেন।

কক্সবাজার সিটি কলেজের প্রভাষক জমিদার নুরুল আবছার সিকদার ও ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জমিদার নুরুল আমিনের মাতা ছফুরা খাতুন (৬২) মঙ্গলবার, ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি–রাজেউন)। তিনি দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন। মরহুমা ছফুরা খাতুন কক্সবাজার শহরের আলির জাঁহালস্থ সুরম্য বাণিজ্যিক অট্টালিকা সায়মা সিটি সেন্টারের সত্বাধিকারী জমিদার শামশুল হক সিকদারের সহধর্মিনী, বিশিষ্ট ছাত্রদল নেতা জমিদার আহামদ ছফা সিকদারের মাতা, গোদারপাড়ার ঐতিহ্যবাহী হাফেজ পরিবারের সদস্যা, গোদারপাড়ার মরহুম হাফেজ হাফেজ আহামদের কণ্যা, বিশিষ্ট জামায়াত নেতা মুফতি অধ্যাপক মাওলানা হাবিব উল্লাহ ও মরহুম ডাঃ শাহ ওয়ালী উল্লাহ’র ছোট বোন। মরহুমা ছফুরা বেগমের মৃতদেহ মঙ্গলবার রাতে ঢাকা থেকে এম্বুলেন্স যোগে কক্সবাজারে আনা হয়। মরহুমা ছফুরা খতুন কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিল জমিদার শাহাবুূ্দ্দীন সিকদার ও কারাবন্দী ছাত্রদল নেতা মহিউদ্দিন সিকদারের জ্যেষ্ঠ চাচী। মরহুমা ছফুরা খাতুন ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধার্মিক, পরহেজগার, পর্দানশীন ও পরোপকারী মহিলা ছিলেন।