এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
কক্সবাজার জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের মাধ্যমিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

৮ জানুয়ারী সকাল ১০ টায় অনুষ্ঠিত পরীক্ষায় ৮ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণির ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। প্রতিবছরের ন্যায় এবারও বাংলা, ইংরেজি ও গণিত তিন বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের এর সার্বিক তত্ত্বাবধানে পূর্ব নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। সার্বিক সহযোগিতায় ভর্তি পরীক্ষা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের।

ভর্তি পরীক্ষার হল পরিদর্শনে আসেন চকরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মকছুদুল হক ছুট্টু, শফিকুল কাদের, শওকত হোসেন, সাইফুল কাদের সোহেল, ইসমত আরা বুলু ও শিক্ষক প্রতিনিধি বাবু অলসন বড়ুয়া।

ভর্তি পরীক্ষার বিভিন্ন কক্ষে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক হামিদা জান্নাত, মাজহার হুসায়েন, এসএম নুরুন্নবী, আবুল বশর, মো. সাকের, মৌলানা আহম্মদ হোসাইন, শফিউল আলম, আনছারুল করিম, নুরুল মোস্তফা, রন্জিত কুমার দে, নুরুল ইসলাম বাবুল, জুবাইদা বেগম, মৌলানা নেছারুল হক, কনিকা রাণী দে, খুরশিদা জাহান মুক্তা, আবু রায়হান, মিটু কান্তি দেব, শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম, নজরুল ইসলাম, জয়শ্রী তালুকদার, নুরুল ইসলাম মণি, সাগরিকা বড়ুয়া, সুজিত বড়ুয়া, শ্রীজন মুহুরি, তারেকুর রহমান, মো. ইয়াছিন, আসমাউল হুসনা, হাফেজ মিনহাজ উদ্দিন প্রমূখ।

ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন- প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্যনীয়।

তিনি বলেন- ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের ফলাফল প্রকাশ হওয়ার পর উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে বিভিন্ন শাখায় ভর্তি করানো হবে। এছাড়া নবম শ্রেণিতে জিএসসি পরীক্ষার গ্রেডিং এর ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে এবং বাছাইকৃত শিক্ষার্থীদেরকে ভর্তির ব্যবস্থা করা হবে।

বিশেষভাবে উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষার দিন বিকাল ৪ ঘটিকার সময় ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া গতকাল ৭ জানুয়ারী প্রাথমিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছিল।