প্রেস বিজ্ঞপ্তি:
রামুর খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হক কোম্পানীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়েরকৃত মিথ্যা মামলায় নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও ১১টি ইউনিয়নের তৃণমূল নেতৃবৃন্দ।
সেই সাথে সাজানো মামলাটি প্রত্যাহার দাবী জানানো হয়।
এ বিষয়ে বুধবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ  বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, গত ২৮ ডিসেম্বর খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হক কোম্পানীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে রামু থানায় ৪১/২০১৮নং একটি মিথ্যা মামলা দায়ে করা হয়। যেটি সম্পূর্ণ প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক। ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নেই।
আওয়ামী লীগের নেতারা বলেন, মামলার বাদি ওসমান গনি বিশেষ ব্যক্তি ও মহলের চাপে পড়ে বাধ্য হয়ে মামলাটি করেছেন। সঠিক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে। একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এমন মামলা খুবই দুঃখজনক বলেও মন্তব্য করেন দলের সর্বস্তরের লোকজন।
এই মামলা থেকে আব্দুল হক কোম্পানীকে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছে উপজেলা ও ইউনিয়ন কমিটিসহ তৃণমূলের নেতাকর্মীরা।