আবদুল মজিদ, চকরিয়া:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত ও  ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ।

তিনি বুধবার (২ জানুয়ারী) দুপুর ১২টা ৪০ মিনিটে গণভবনে গিয়ে উক্ত শুভেচ্ছা বিনিময় করেন।

জাফর আলম গত ৩০ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী হয়ে প্রায় ২লাখ ২১ হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

শুভেচ্ছাকালে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারবাসী আমার কথা রাখায় পর্যটনকে ঢেলে সাজাতে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। কক্সবাজারের সৌন্দর্য্য ও পরিচিত বিশ্বের কাছে এক অনন্য। আর কক্সবাজারের উন্নয়নের মূল কেন্দ্র হবে চকরিয়া-পেকুয়া। শুভেচ্ছাকালে মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ ও কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংসদ জাফর আলম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সাথে সাংসদ জাফর আলমের স্বাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ক্রীড়াবীদ ফজলুল করিম সাঈদী।