হেলাল উদ্দিন, টেকনাফ: 

টেকনাফে স্থলবন্দরে সীমান্ত বাণিজ্যের মাধ্যমর ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫ লাখ ৭৮ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা শংকর কুমার দাশ বলেন, ডিসেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৩ কোটি ২৭ লাখ টাকা। তার বিপরতী ঐ মাসে ১৪ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া মায়ানমার থেকে আমদানি করা হয়েছে ৫৭ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার টাকার পণ্য। তিনি জানান, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়ের পাশাপাশি পণ্য আমদানিও বৃদ্ধি পেয়েছে।

স্থলবন্দর সূত্রে জানা যায়,  ডিসেম্বর মাসে ১ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার পণ্য মায়ানমারে রফতানি করা হয়েছে। এছাড়া শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে ৪ হাজার ৯১৪টি গরু, ৯৮৯টি মহিষ আমদানি করা হয়েছে।

পণ্য আমদানি এভাবে থাকলে সীমান্ত বানিজ্য আরো গতিশীল হবে বলে আশা করেন শংকর কুমার দাশ।