আদালত প্রতিবেদক :

কক্সবাজার শহরের পাহাড়তলি নতুনবাজার নৌকার অফিস পুড়ানোর অভিযোগে কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এস.আই.এম আকতার কামাল, সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নাসিমা আকতার বকুল, সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান সহ ১৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। পাহাড়তলির মৃত গোলাম কবিরের পুত্র সাইদুর রহমান ছৈয়দ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় ৯০ জনকে এজাহারভূক্ত ও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলা নং- ৯০, জিআর ১১০৮/২০১৮। ধারা হচ্ছে-৪৩৬/৪২৭/৫০৬/৩৪ পেনালকোড। মামলায় পাহাড়তলি নতুনবাজার এলাকায় গত ২৭ ডিসেম্বর রাত পৌনে ৮ টার দিকে নৌকা প্রতীকের অফিস পুড়ানো, হুমকি প্রদর্শন, পরস্পর যোগসাজশ করে অগ্নিসংযোগ পূর্বক ২ লক্ষ টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। এজাহারভুক্ত অন্যান্যদের মধ্যে আরো যারা আসামী রয়েছেন-জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফোরকান আহামদ খোকন, মোঃ ছাবের, সুরত আলম, শহর যুবদলের সাধারণ সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন, জেলা ছাত্রদল নেতা কানন বড়ুয়া, চান্দ মিয়া, নুরুল আজিম সওদাগর, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন, মনির আহামদ, হাবিব উল্লাহ, জেলা ছাত্রদল নেতা ফারুক আজম, শহর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল সহ ১৩০ জন।