হেলাল উদ্দিন, টেকনাফ :
জাতীয় বই উৎসবে বিনামূল্যে বই পেয়ে উল্লসিত হয়ে উঠল হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গনে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে ও প্রক্তণ ছাত্র হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফ উদ্দিন খালেদ, জাফর সাদেক, জামাল হোছাইন ও অভিভাবক আবদুল গফ্ফর।
উপস্থিত ছিলেন, স্কুল শিক্ষক মৌলভী আবুল হোসেন ফেরদৌসী,শ্বেতলাল চন্দ্র দাশ,কামাল আহমদ,কায়সার হেলাল,নুরুল হোছাইন ভুট্টো,মনোয়ার হোসেন, শাহ আজিজ, নুশরাত ফাতেমা, মাঈন উদ্দিন মিল্কী, আব্দু রাজ্জাক, নাছির কামাল, প্রবাল শর্মা, সাহিদুর রহমান, দেলোয়ার হোসেন মনজুর, রাজিয়া আক্তার, মো: আনিছ, মিঠুন চক্রবর্তী প্রমূখ।
বই বিতরণ উৎসব উদ্বোধনের পর স্কুলে প্রায় দেড় হাজার শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে বই বিতরণ শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতে স্কুল জুরে উৎসবের আমেজ সৃষ্টি হয়। যথা সময়ে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উৎসাহী হয়ে উঠে। সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা।
এসময় প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, শিক্ষায় পিছিয়ে পড়া দেশগুলোর জন্য বাংলাদেশ অনুকরণীয়। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। কেউ আমাদের এ অগ্রগতি থামাতে পারবে না। আমরা একসময় বিশ্বে নেতৃত্ব দিতে সক্ষম হব। বর্তমান সরকার নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দিতে কাজ করছে। অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও সরকারের প্রচেষ্টায় আমাদের সন্তানেরা শিক্ষার দিক থেকে মোটেও দরিদ্র নয়।