অাদালত প্রতিবেদক:
দীর্ঘ এক মাসের বার্ষিক অবকাশ শেষে মঙ্গলবার ১ জানুয়ারি সারাদেশের ন্যায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত, এই আদালতের আওতাধীন সকল কোর্ট এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সমূহে পুনরায় নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। অবকাশের কারণে ঝিমিয়ে পড়া জেলা আদালত প্রাঙ্গণ আবারো ব্যস্ততম এলাকা হিসাবে মুখরিত হয়ে উঠছে।
গত ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ৩২ দিন অবকাশকালীন সময়ে এসব আদালতে মামলার বিচারিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। তবে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন কোর্ট সমুহ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই ছুটির বাইরে ছিল।
অবকাশকালীন সময়ে কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ ৯ কার্যদিবস জরুরি ফৌজদারি ও দেওয়ানি বিষয় সমুহ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে নিষ্পত্তি করেন।