প্রেস বিজ্ঞপ্তি:

প্রবীন সমাজসেবক কক্সবাজার শহরের এবিসিঘোনা নিবাসী আলহাজ্ব আবু হেনা সিদ্দিকী বাচ্চু মিয়া গুরতর অসুস্থ হয়ে এখন চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউ’তে রয়েছেন। ৩০ ডিসেম্বর ভোরে তিনি নিজ বাড়িতে স্ট্রোক করলে তাঁকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এবং পরে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম নিয়ে মেট্রোপলিটন হাসপাতালে রোববার বিকেল ৪ টার দিকে আইসিইউ’তে ভর্তি করা হয়। বাচ্চু মিয়ার অবস্থা এখনো আশংজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এদিকে, অসুস্থ আবু হেনা সিদ্দিকী বাচ্চু মিয়া’র সুস্থতারর জন্য তাঁর মেঝ সন্তান ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী সবার কাছে দোয়া ছেয়েছেন। অসুস্থ বাচ্চু মিয়া ঝিলাংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুবকর সিদ্দিকের দ্বিতীয় পুত্র, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক ওসমানী’র ছোট ভাই, কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর ছিদ্দিকীর বড় ভাই, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র মেঝ চাচা, শ্রমিক নেতা আবদুল্লাহ আল সিদ্দিকী ও বিশিষ্ট ব্যাংকার রোমেনা জাহান সিদ্দিকার পিতা।