সিবিএন:
পেকুয়া উপজেলা রাজাখালী মাতবর পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংর্ঘষে আবদুল্লাহ আল ফারুক (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আবু তালেব (৩৮) ও আবু নাসের (৩৫) নামের আরো ২জন আহত হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) রোববার সকাল ১০টার দিকে মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক রাজাখালী উলুদিয়া পাড়ার আবুল কালামের পুত্র। আহতদের বাড়ি একই এলাকায় এবং সে ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মুজিবুর রহমান।

নিহত পরিবারের অভিযোগ বিএনপি নেতাকর্মীরা এই হামলা হয়েছে।

পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, রাজাখালী মাতবর পাড়া ভোট কেন্দ্রে হামলায় একজন নিহত আহত ও দুইজন আহত হয়েছে।