নিজস্ব প্রতিবেদক:

শহরের কলতলী দক্ষিণ আদর্শগ্রামের পাশর্^বর্তী বিকাশ বিল্ডিংয়ের পেছনে পতিতা ব্যবসায় বাধা দেওয়ায় পতিতা ব্যবসায়ীদের হামলায় নুর কায়দা(২৬) নামের এক গর্ভবতী মহিলা গুরুতর আহত হয়েছে। আহত মহিলাকে গুরুতর অবস্থায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এলাকার নুর মোহাম্মদের স্ত্রী। এ ঘটনায় আহতের স্বামী বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে।

আহতের স্বামী নুর মোহাম্মদ জানান, বিকাশ বিল্ডিংয়ের পেছনে জনৈক নজরুল চেয়ারম্যানের ভাড়াটে চিহ্নিত পতিতা ব্যবসায়ী সেলিম ও তার স্ত্রী পারভিন দীর্ঘদিন ধরে পতিতা ব্যবসা করে আসছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন খদ্দেরের আনাগোনা এবং দর কষাকষি নিয়ে প্রায় প্রতিনিয়ত এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আশপাশে বসবাসকারীরা চলমান এ অপরাধের কারণে অতিষ্ট হয়ে পড়েছে। এদিকে গতকাল সকালে সংগঠিত অপরাধ বন্ধে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে সেলিম ও তার স্ত্রী সহ আরো কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এতে নুর কায়দার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানের মারাতœক জখম হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।