মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : 

কক্সবাজার-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী, বিশিষ্ট নারীনেত্রী শিরিন রহমান কাজল বলেছেন-খুন, ঘুম, হামলা, মামলা সহ এমন কোন নির্যাতন বাদ রাখেননি, যেটা শাসকদল করেনি। পুরো দেশটাকে এখন একটা কারাগার বানিয়েছে। স্বাধীন দেশের মানুষ পরাধীন অবস্থায় অবরুদ্ধ হয়ে আছে। এভাবে মানুষের উপর আর কত নির্যাতন করবেন। এবার মানুষকে মুক্ত করে দিন।তাদের একটু শ্বাসপ্রশ্বাস ফেলতে দিন। আগামী রোববার ৩০ ডিসেম্বর মুক্ত পরিবেশে ভোট কেন্দ্রে যেতে দিন। মানুষকে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ করে দিন। নাহয়, জনতাই একদিন এ নির্যাতন ও তাদের অধিকার হরনের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেবে।
সাবেক এমপি’র পুত্রবধূ শিরিন রহমান কাজল কক্সবাজার পৌরসভাধীন নুর পাড়া, এন্ডারশন রোড, উমিদিয়া মাদ্রাসা এলাকা, পুরাতন পানবাজার রোড, পশ্চিম বড়বাজার রোড ইত্যাদি এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে তিনটি উঠান বৈঠক ও গনণসংযোগকালে সরকারীদলের উদ্দ্যেশে উপরোক্ত কথা বলেন।
২৫ ডিসেম্বর মঙ্গলবার সাবেক এমপি’র কন্যা শিরিন রহমান কাজলের জনসংযোগ ও উঠান বৈঠকের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা মহিলাদলের সাবেক সভাপতি রবুওয়া বেগম,  কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক (ভা:) সভাপতি সরওয়ার রোমন, জেলা যুবদলের সহ-সভাপতি মসউদুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রাশেদ আবেদিন সবুজ, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক ও সাবেক পৌর কমিশনার হুমাইরা বেগম, এড. রাবেয়া সুলতানা, জুবাইদা আকতার, রোমানা আক্তার, রোকেয়া বেগম, যুবদল নেতা  নুরুল আবছার, নাজিম উদ্দিন, আমান, সোহেল, পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক নেতা রাশেদুল হক, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফারুখ আজম, সাইফুল ইসলাম আদর প্রমুখ। শিরিন রহমান কাজল তাঁর বক্তব্যের শুরুতে খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান। মানবাধিকার কর্মী শিরিন রহমান কাজল উল্লেখিত এলাকায় গণসংযোগের সময় ব্যাপক জনসমাগম ঘটে।