প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগ তথা মহাজোট মনোনীত নৌকার প্রার্থী জাফর আলম বলেছেন, চকরিয়া উপজেলার ছিটমহল খ্যাত দুর্গম বমু বিলছড়ির মানুষ আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের দিক দিয়ে আর অবহেলিত থাকবে না। বমু বিলছড়ির সাথে যাতে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন বা বিকল্প উপায়ে যাতে কম সময়ের মধ্যে চকরিয়া সদরে যাতায়াত করতে পারেন সেজন্য সকল ধরণের উদ্যোগ নেওয়া হবে।

এজন্য আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলমত নির্বিশেষে সকলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনারা যদি বিপুল ভোটে নৌকাকে জয়ী করতে পারেন তাহলে ভবিষ্যতে উপরোক্ত সমস্যাগুলো অবশ্যই সমাধানের জন্য আমি উদ্যোগ নেব।

মহাজোট প্রার্থী জাফর আলম আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর গণসংযোগ ও বেশ কয়েকটি পথসভা করেন। বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এসব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসব পথসভায় সভাপতিত্ব করেন বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক সুলতান আহমদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য যথাক্রমে আমিনুর রশীদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরওয়ার আলম, ফজলুল করিম সাঈদী, মোক্তার আহমদ, ছৈয়দ আলম, এম আর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, সম্পাদক বাবলা দেবনাথ, বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুস সবুর, জসীম উদ্দিন, কফিল উদ্দিন, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাচন সমন্বয়ক কমিটির প্রধান এইচ এম তাজউদ্দিন, সদস্য হাফিজ আল আসাদ, মনসুর আলম, এইচ এম নাহিম আরাফাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক আরহান রুবেল মাহমুদ, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল বারেক টিপু প্রমূখ।