সদ্য ঘোষিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক পুত্র নাভিদ মাহবুব আবতাহি ও ভাতিজা হামদান রাবি। আবতাহি কক্সবাজারের আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান সাহিত্যিকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পিইসিতে অংশ গ্রহণ করে। আবতাহি ইতোপূর্বে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে মেধা তালিকায় স্থান করে নেয়। হামদান দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল থেকে পিইসিতে অংশ নেয়।

আবতাহি দৈনিক আজকের দেশবিদেশ এর চীফ রিপোর্টার ও বাংলাবাজার কে.জি স্কুলের অধ্যক্ষ এম.আর মাহবুব এর পুত্র। কৃতি ছাত্র হামদান সাংবাদিক এম.আর মাহবুবের ছোট ভাই চট্টগ্রামের বিশিষ্ট্য ব্যবসায়ী, শিক্ষানুরাগী মুহাম্মদ ফরিদুল আলমের বড় ছেলে। আবতাহির মা খালেদা জান্নাত ও হামদানের মা রাবেয়া সুলতানা রিতা দু’জনই সু-গৃহিনী। দু’ক্ষুদে শিক্ষার্থীর দাদা চকরিয়ার ডুলাহাজারার বিশিষ্ট সমাজ সেবক আলী আকবর কোম্পনী। দু’জনই ভবিষ্যতে মানবিক ডাক্তার হতে চায়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দু’ভাই সম্মানিত শিক্ষক ও বাবা-মায়ের কাছে কৃতজ্ঞ। তারা সকলের দোয়া প্রার্থী।