ফাহিমা সুলতানা জুলি এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে প্রভাতী শিশু শিক্ষা নিকেতন থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়। জুলি কক্সবাজার পৌর প্রিপ্যারাটরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ও মেধা তালিকায় স্থান করেছে।

জুলি তাঁর এই ভাল ফলাফলের জন্য তা মা-বাবা মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেছেন। একই সাথে তার শিক্ষকমন্ডলীর কাছেও কৃতজ্ঞতা জানিয়েছেন। তার ভবিষ্যৎ জীবনে ধারাবাহিক ফলাফলের জন্য সে সকলের দোয়া প্রার্থী।

প্রসঙ্গত, ফাহিমা সুলতানা জুলি’র বাবা এবি এম জমির জেলার পাঠক প্রিয় দৈনিক কক্সবাজার বাণী পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে কর্মরত আছেন। এছাড়াও তিনি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড সরকার এবং জনগণের যৌথ মালিকানায় দেশের চা শিল্পের সর্ব বৃহৎ পাবলিক লিমিটেড কক্সবাজারস্থ পরিবেশক।