মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোববার ২৩ ডিসেম্বর সকাল ১০ টা। সদর উপজেলার ঈদগাঁহ বাস স্টেশন হয়ে রামু উপজেলার ঈদগড় এলাকায় আসছেন নির্বাচনী প্রচারণা চালাতে কক্সবাজার-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল। পথে পথে দাড়িয়ে অপেক্ষায় আছে শত শত মানুষ। আবাল-বৃদ্ধ-নারী-পুরূষ-শিশু-কিশোর-ধর্ম-বর্ণ সকলেই যেন প্রিয় নেতাকে স্বাগত জানাতে কেউ ফুলের মালা হাতে, কেউ ধানের শীষ হাতে, এভাবে বিভিন্ন কিছু নিয়ে দাড়িয়ে আছে। ঈদাগাঁহ বাস স্টেশন থেকে ঈদগড় সদর পর্যন্ত দীর্ঘ প্রায় ১০ কি: মি: পথ। প্রিয়জনদের কাছ থেকে এসব শুভেচ্ছা সামগ্রী গ্রহন করে ঈদগড় পৌঁছাতে বিকেল সাড়ে ৩ টা বেজে গেলো কখন। পথে পথে মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসা আর আবেগ দেখে অভিভূত হয়ে পড়েন লুৎফুর রহমান কাজল। তিনি বলেন-এ ভালবাসার প্রতিদান আমি দিতে পারবো কিনা জানিনা? কক্সবাজার সদর-রামু’র লক্ষ জনতার এ ঋন আমি শোধ করতে পারবো কিনা জানিনা? আমার প্রতি অকৃত্রিম ভালবাসা দেখাতে মানুষ মাইলের পর হাটছে, অনেক কিছু ত্যাগ করছে। এটা আমি দেখে প্রতিদিন বিস্মিত হই। চিন্তায় নিমগ্ন হই। এ প্রশ্ন আমার বিবেককে পীড়া দিচ্ছে বার বার। লুৎফুর কাজল বলেন-নির্বাচনী প্রচারণা শুরুর করার আগে মা’কে সালাম করে দোয়া চেয়ে বিদায় নিয়ে বলে এসেছি-
“মা গণতন্ত্র পুনঃরুদ্ধারের এই আন্দোলনে আমি যদি শহীদও হয়ে যায়- আপনি ভাববেন না! কারণ কক্সবাজার সদর – রামুতে আপনার সন্তানের মতো হাজারো কাজল আপনার সাথে থাকবে ইনশাল্লাহ্।” তাই নিজের জীবনকে উৎসর্গ করেছি এ এলাকার লক্ষ জনতার কল্যানের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামীন যাতে আমৃত্যু তাদের সেবা দিয়ে যেতে পারি সে তৌফিক দেন। এজন্য আল্লাহর রহমত ও সবার দোয়া প্রার্থনা করেন মাঠি ও মানুষের রাজনীতিবিদ লুৎফুর রহমান কাজল। এই দৃঢ় আত্ম প্রত্যয়ী মানুষটির জন্য শুভ কামনা থাকল সবসময়।