কামাল শিশির,রামু:
রামু উপজেলার কাউয়ারখোপ  ইউনিয়নের গাছুয়াপাড়ার পাহাড়  পাড়া এলাকায়  বন্য হাতির আক্রমনে ৩ জন আহত হয়েছে।
এদের মধ্যে মৃত লাল মিয়ার ছেলে ছুরুত আলম (৩২)  গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে, তার ছোট ভাই নুরুল আজিম (৩০),  স্ত্রী ছেনু আরা (২৩)  রামু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসী,জন প্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর    ভোর সাড়ে ৪টার সময়  টংঘরে ধান পাহারা দেওয়ার সময় বন্য হাতির একটি পাল আস্তে দেখে চিৎকার  দিলে  হাতির পালটি দৌড়ে এসে টংঘরটি ভেঙ্গে ফেলে আক্রমন করে  তাদেরকে আহত করে। এলাকাবাসী খবর পেয়ে তাদেরকে হাসপাতালে পাঠায়।
স্থানীয় সরদার মোহাম্মদ হোছন সাওদাগর জানান, আহতরা ধান পাহারা দিচ্ছিল টংঘরে। হাতি আস্তে দেখে চিৎকার দিলে  বন্য হাতির একটি পাল এসে তাদের আক্রমন করে। পাশে বন বিভাগের অফিস থাকলেও হাতি আসার খবর জানেনা বলে জানান বিট কর্মকর্তা জহির উদ্দিন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা  নেওয়া হবে।