প্রেস বিজ্ঞপ্তি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে- জাতীয়তাবাদী-ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের জন্য একটি অগ্নিপরীক্ষা। এই অগ্নি পরীক্ষায় ভূল সিদ্ধান্ত নেয়া হলে যুগের পর যুগ তার চরম মাশুল দিতে হবে। তাই সকল ভয়ভীতি উপেক্ষা করে মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে- সেজন্য ধানের শীষ প্রতীকের সকল নেতাকর্মী-সমর্থক-ভক্ত-অনুসারীদের ২৮ ডিসেম্বর থেকেই ভোট কেন্দ্র পালা করে পাহারা দিতে প্রস্তুতি নিতে হবে এবং কেন্দ্র পাহারায় সব ধরনের ত্যাগের মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে। ১৭ ডিসেম্বর সোমবার রাত্রে কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের এবিসি ঘোনা আবুবকর সিদ্দিক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ২৩ দলীয় ঐক্যজোট মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি’র বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপি’র নির্বাহী সদস্য এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী উপরোক্ত কথা বলেন। বিএনপি’র ৭ নং ওয়ার্ড (পূর্ব) শাখার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবিসি ঘোনা চেয়ারম্যান বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মিজানুল আলম মিজান, কক্সবাজার শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম, ইন্ঞ্জিনিয়ার মোতাহার হোসেন, আইয়ুব মোল্লা, আমির হোসেন, শাহাবউদ্দিন, শমশের আলম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউনুস, আমির হোসেন, মোহাম্মদ সিদ্দিক, রিফাত মাহমুদ প্রমুখ। সভায় কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ সিদ্দিক।সভাটি এবিসি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রতিনিধি সভা হলেও সভায় প্রচুর ধানের শীষের কর্মীর সমাবেশ ঘটে।