মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-৩ আসনে ২৩ দলীয় ঐক্যজোট মনোনীত একক সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজলের ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত মহিলা সমাবেশ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বলেছেন-কোন উচ্চ অভিলাষ পূর্ণ করতে নয়, বিখ্যাত হওয়ার জন্য নয়, কোন শান-শওকত করতে নয়, শুধুমাত্র এ এলাকার গণমানুষের ন্যায্য পাওনা, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম হিসাবে লুৎফুর রহমান কাজল নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। এখানকার শান্তিপ্রিয় গণ মানুষের সকল অধিকার আদায়ের আন্দোলন তরান্বিত করার লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেয়ার জন্য এডভোকেট শামীম আরা স্বপ্না সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়তলীতে রোজী জামশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আরা স্বপ্না উপরোক্ত আহবান জানান। মহিলা সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন- কক্সবাজার-৩ আসনে ধানের শীষ মার্কার প্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিণী শিরিন রহমান। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা কাউন্সিলর হুমায়রা বেগম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক (ভা:) সভাপতি সরওয়ার রোমন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, শহর যুবদলের সাধারণ সম্পাদক মাষ্টার জসীম উদ্দীন, মহিলা দল নেত্রী রাবেয়া আকতার, জুবাইদা বেগম ,পারভীন আকতার, ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমদ, যুগ্ন সম্পাদক ছুরুত আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। একইদিন ধানের শীষ প্রতীকের সমর্থনে পাহাড়তলি এলাকায় এডভোকেট শামীম আরা স্বপ্না ও সাবেক এমপি’র পুত্রবধূ শিরিন রহমানের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ করা হয়। এছাড়া শিরিন রহমান রোববার কক্সবাজার জেলা মহিলাদলের সাবেক সভানেত্রী অসুস্থ রবুওয়া বেগমকে তাঁর বাসায় দেখতে যান।