শাহিদ মোস্তফা শাহিদ, সদর :

কক্সবাজার সদরের ঈদগাঁও শেখ রাসেল স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ কর্তৃক আয়োজিত এলাকার বিভিন্ন শিক্ষা এতে অংশগ্রহন করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃকর্নেল (অবঃ) ফোরকান আহমেদ। বিশেষ অতিথিদের মাঝে ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতিমা মোস্তাক, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম,চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান।উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ,গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যাক দর্শনার্থী। এর আগে অতিথিরা শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা করেন শিক্ষার্থীরা। প্যারেড পরিচালনার দায়িত্ব ছিলেন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট গার্লস গাইডের সু-সজ্জিত দল অংশ নেয়। বিজয় উৎসবের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালু ফকির পাড়া আদর্শ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম,গীতা পাঠ করে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মিঠুন কান্তি দে।উল্লেখ্য,প্রতিবারের ন্যায় এ বারেও ৩ টি ইভেন্টে অংশ নেন ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান। তৎমধ্যে বয় স্কাউট,গালর্স গাইড ও ডিসপ্লে প্রদর্শনী।এতে তিন ইভেন্টে প্রথম স্থান অধিকার করেন সবুজবাগ মডেল স্কুল এন্ড কলেজ।দ্বিতীয় হয়েছে একই ভাবে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন,দুটিতে তৃতীয় হয়েছে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং একটিতে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়।