প্রেস বিজ্ঞপ্তি:

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে সূর্যাদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পন, সকাল ৮.৩০ টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকেল ৩টায় শহীদ দৌলত ময়দান হতে বিজয় র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, এড. রনজিত দাশ, এড. নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর। আলোচনা সভা সঞ্চালনা করেন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ. মনজুর।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক ড. নুরুল আবছার। উপস্থিত ছিলেন-এড. বদিউল আলম সিকদার, এড. আয়াছুর রহমান, হেলাল উদ্দিন কবির, এড. ফরিদুল আলম, শফিকুল কাদের শফি, জি.এম. কাসেম, উজ্জ্বল কর, হামিদা তাহের, সাইফুল ইসলাম চৌধুরী, ডাঃ পরিমল দাশ, সেলিম নেওয়াজ, শাহনেওয়াজ চৌধুরী, আতিক উল্লাহ কোম্পানী, জাফর আলম, নুর মোহাম্মদ, সাহাব উদ্দিন, আহমদ উল্লাহ, এ.বি.সিদ্দিক খোকন, মিন্টু দাশ, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন জান্নু, ওয়াহিদুর রহমান রুবেল, ওয়াহিদ মুরাদ সুমন, তাজ উদ্দিন, হাবিব উল্লাহ, সেলিম ওয়াজেদ, খোরশেদ আলম রুবেল, বজল আহমদ, নুরুল আলম পেঠান, সাহাব উদ্দিন, মোঃ সাইফুদ্দিন, জিয়া উল্লাহ চৌধুরী, সোহেল রানা, আমির উদ্দিন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন-ষড়যন্ত্র করে বার বার আওয়ামী লীগের বিজয় ঠেকানোর চেষ্টা করা হয়েছে। এরপরও আইয়ুব, ইয়াহিয়া, মোনায়েম, জিয়াউর রহমান, খালেদা জিয়া দীর্ঘ মেয়াদী ঠেকাতে পারেনি। বর্তমানে দেশ এবং বিদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক সাফলতা এবং দেশের দৃশ্যমান উন্নয়ন সর্বজন স্বীকৃত। শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র বিজয়, সিট মহল বিনিময়, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন পাশাপাশি পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সংস্কার, হত দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, মুক্তিযোদ্ধাদের পুর্নবাসন, কক্সবাজারের আন্তর্জাতিক বিমান বন্দর স্থাপন, মহেশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার মেডিকেল কলেজ, মেরিন ড্রাইভ, আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নেতৃবৃন্দ বলেন-শেখ হাসিনার নেতৃত্বে যেখানে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে সেখানে বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তাই দেশের মানুষ নিজেদের ভাগ্যের আরও বেশী উন্নতি সাধনের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ভোট দিবেন। নেতৃবৃন্দ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জেলাবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এবং কোন ষড়যন্ত্র আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।