সিবিএনঃ
১৬ ডিসেম্বর উপলক্ষে শহরের ফুল বিতানগুলোতে নানা জাতের ফুলের পসরা বসানো হয়েছে।
গ্লাডিওলাস, গোলাপ, রজনীগন্ধা, বাসন্তি গাদা, জারবারা দিয়ে শ্রদ্ধাঞ্জলীর রিং তৈরী করে রাখা আছে ফুলের দোকানে। পসরা সাজিয়ে রাখা হয়েছে শহিদ সরণির পুষ্পনিলয়ে।
বিজয়ের দিন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে গ্রাহকরা ফুল বিতানে ভিড় করছে। কেউ নগদ কিনে নিয়ে যাচ্ছে। অনেকে অর্ডার কাটছে।
শনিবার সন্ধ্যায় শহরের শহিদ সরণির প্রবেশমুখের ঐতিহ্যবাহি পুষ্প নিলয়ে গেলে ক্রেতার ভীড় ছিল চোখে পড়ার মতো। ওখানে পছন্দের সব ফুল মিলছে। তাই তো গ্রাহকদের ফেরত যেতে হয়না।
পুষ্পনিলয়ের মালিক একেএইচ বাদশা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে শ্রদ্ধাঞ্জলির জন্য ফুলের রিং অর্ডার পড়তে থাকে। বেচাবিক্রি হবে রাত অবধি।
তার মতে, মহান বিজয়ের দিনকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রতিষ্ঠান ফুলের অর্ডার করে। সেই লক্ষ্য আগেভাগে প্রচুর পরিমাণ ফুল মজুদ করে রাখা হয়েছে। তার দোকানে নামিদামি সব আইটেমের ফুল মেলে।
মোহাম্মদ হাসনাত হোসাইন বিপু জানিয়েছে, বিজয় দিবসের প্রচুর অর্ডার পড়েছে। রেডিমেড ফুলের রিংও তৈরী করে রাখা হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।