মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত একক প্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী শিরিন রহমান বলেছেন-বিএনপি ও লুৎফুর রহমান কাজল আপনাদের জন্য পরীক্ষিত সংগঠন ও ব্যক্তি। লুৎফুর রহমান কাজল যখন থেকে ভালমন্দ বুঝতে শিখেছে-তখন থেকেই সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিল। এ এলাকার গণমানুষের ভালবাসার কষ্টিপাথরে যাচাই করা লুৎফুর রহমান কাজল অতীতে আপনাদের দেয়া ভোট নামক পবিত্র আমানত কখনো খেয়ানত করেননি। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এরকম পরীক্ষিত ও ত্যাগী একজন খাদেমকে মূল্যবান ভোট দিয়ে আবারো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য শিরিন রহমান সকল ভোটারদের অনুরোধ জানান।

১২ ডিসেম্বর বুধবার কক্সবাজার শহরের বাহারছরায় কক্সবাজার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুল কাইয়ুমের মাতা জাতীয় পুরস্কারপ্রাপ্ত রত্নগর্ভা অসুস্থ পেয়ারা বেগম ও কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর অসুস্থ মন্ঞ্জুমন নাহারকে তাঁর পাহাড়তলীস্থ বাসায় দেখতে গেলে সেখানে অনির্ধারিত দুটি বৈঠকে সাবেক এমপি’র পুত্রবধূ শিরিন রহমান এ অনুরোধ জানান। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক হুমায়ারা বেগম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি (ভা:) সরওয়ার রোমন, বর্তমান সভাপতি শাহাদত হোসেন রিপন, এডভোকেট (শি:) রাবেয়া সুলতানা প্রমুখ সাবেক এমপি তনয়া শিরিন রহমানের সাথে ছিলেন। একই আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পত্নী শিরিন রহমান কক্সবাজার শহরের বাহারছরা ও পাহাড়তলী গেছেন শুনে কিছুক্ষণের মধ্যে শত শত নারী পুরূষ সেখানে জড়ো হয়ে যায় ও তাঁর কথা শোনেন।