প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের ইসলাম অনুরাগী জনতার প্রিয়মুখ, শহরের লালদীঘি জামে মসজিদের অন্যতম আলহাজ্ব কারী সুলতান আহমদ জিহাদীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. হ.ম নুরুল কবির হিলালী, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুল হক, কক্সবাজার শহর সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ- সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সহ -সাধারণ সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কারী সুলতান আহমদ ছিলেন ঈমানী চেতনাসম্পন্ন একজন দ্বীনদার মানুষ। কক্সবাজার শহরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তার সাহসী ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। লালদীঘি পশ্চিম পাড় জামে মসজিদ প্রতিষ্ঠায় তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জেলাবাসী ইসলামী আদর্শের একজন একনিষ্ঠ, অকুতোভয় সৈনিককে হারালো। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি।
উল্লেখ্য, তিনি ৯ ডিসেম্বর (রবিবার) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।