প্রেস বিজ্ঞপ্তি:
দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ইউনুছ ভুট্টো ও তার লোকজন কর্তৃক রামু উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আনচারুল হকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, যুগ্ম-সম্পাদক মিজানুল আলম এবং সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা একই সাথে ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের হামলায় ও এলাকাছাড়ার করার হুমকিও প্রতিবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনের কক্সবাজার সদর-রামু আসনের বিএনপির প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের কাছে পরায়জয়ে ভয়ে আওয়ামী লীগের নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন। গণমানুষের প্রতি তাদের কোনো আস্থা নেই। তারা ধানের শীষের ভোটারদের হুমকি দেয়া শুরু করেছে। একই কারণে তারা বিএনপি ও অঙ্গ-সংগঠনের লোকজনের উপর হামলা ও হুমকি শুরু করেছে। এর অংশ হিসেবে রামু উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনচারুল হকের উপর ন্যাক্কারজনক ও নির্লজ্জ হামলা করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আওমায়ী লীগ নেতা চেয়ারম্যান ইউনুছ ভুট্টো ও তার সাঙ্গপাঙ্গরা।

আমরা এই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারী ইউনুছ ভুট্টোসহ অন্যান্যদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।